![]() |
প্রেম নগর চা বাগান থেকে অজগর সাপ উদ্ধার |
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের সদর উপজেলায় গিয়াসনগর ইউনিয়নের প্রেম নগর চা-বাগান থেকে ১৩ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে চা বাগানের শ্রমিকরা। মঙ্গলবার ২৮ এপ্রিল বিকেলে প্রেম নগর চা বাগানের পারলঢিলা থেকে অজগরটি উদ্ধার করা হয়। স্থানীয় চা বাগান শ্রমিক উত্তম বিক্রম জানান, বিকেলে চা বাগানের পারলঢিলায় প্রতিদিনের মতো বাগানের জঙ্গল পরিস্কার করতে যান। এক পর্যায়ে সে খানে হঠাৎ দেখতে পান বিশাল আকারের এশটি অজগর সাপ ছাগল ধরে খেয়ে ফেলছে। তখন তিনি ভয়ে আত্মচিৎকার করলে এলাকাবাসী এসে অজগর সাপটি আটক করে। বিভাগীয় বণ্যপ্রানী কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে। জানান, খবর পেয়ে অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে আসা হয়েছে। তিনি আরো জানান,অজগর সাপটি প্রায় ১৩ ফুট লম্বা। খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। অজগরটি পর্যবেক্ষন করে যে কোনো দিবসে গণ্যমান্য বক্তিদের নিয়ে আজরগরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।