আইসিসি ওয়ার্ল্ড কাপে অনিশ্চিত পাকিস্তান

আইসিসি ওয়ার্ল্ড কাপে অনিশ্চিত পাকিস্তান
আইসিসি ওয়ার্ল্ড কাপে অনিশ্চিত পাকিস্তান
চৌধুরী রুম্মানঃ ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তানের অংশগ্রহণ। ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী পাকিস্তানের অবস্থান তালিকার নয় নম্বরে। আর বাংলাদেশের অবস্থান আট নম্বরে। শর্ত অনুযায়ী চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে পারলে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে বাংলাদেশ। সেই অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে র‌্যাংকিংয়ের আট এবং নয় নম্বর জায়গার কোনো পরিবর্তন না হলে পাকিস্তানের কপাল পুড়বে। আর খুলে যাবে বাংলাদেশের ভাগ্য। বুধবার প্রকাশিত আইসিসির তথ্য অনুযায়ী, ৮৮ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের ৮ (আট) নম্বরে অবস্থান টাইগারখ্যাত বাংলাদেশের। সমান পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান ৭ (সাত) নম্বরে। আর এক পয়েন্ট কম নিয়ে বাংলাদেশের পরেই অর্থাৎ ৯ নম্বরে পাকিস্তানের অবস্থান।

Post a Comment

Previous Post Next Post