আবার বদলাচ্ছে রিভিউয়ের নিয়ম

আবার বদলাচ্ছে রিভিউয়ের নিয়ম
আবার বদলাচ্ছে রিভিউয়ের নিয়ম
আমিন জাহানঃ টেস্ট ক্রিকেটে প্রতি ইনিংসে উভয় দল ২টি করে রিভিউ এর সুযোগ পান। তবে এই নিয়ম শুধু ব্যর্থ রিভিউ এর জন্য। কোন দলের ২টি রিভিউ ব্যর্থ হলে তারা আর রিভিউ নিতে পারবেন না। তবে, সফল রিভিউ এর ক্ষেত্রে এমন কোন সীমাবদ্ধতা নেই। কোন দলের ইনিংস ৮০ ওভার পার হলে ২য় নতুন বল নেওয়ার সুযোগ পায় ফিল্ডিং দল। একই সাথে রিভিউও নবায়ন করা হয় দুই দলের জন্যই। তার মানে একই ইনিংসে আরো ২টি রিভিউ নেওয়ার সুযোগ পায় উভয় দল। তবে ৩য় নতুন বলের ক্ষেত্রে নেই রিভিউ নবায়নের সুযোগ। অর্থাৎ, ১৬০ ওভার ব্যাটিংয়ের পরেও কোন দলের ইনিংস শেষ না হলেও আর নবায়ন হবে না রিভিউ।

Post a Comment

Previous Post Next Post