বুধবার শপথ নেবেন তিন নগরপিতা সহ কাউন্সিলররা

বুধবার শপথ নেবেন তিন নগরপিতা সহ কাউন্সিলররা
বুধবার শপথ নেবেন তিন নগরপিতা সহ কাউন্সিলররা
নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত তিন মেয়র শপথ গ্রহণ করবেন আগামী বুধবার (৬ মে)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথবাক্য পাঠ করাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। একই দিন তিন সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। একটি দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা গেছে। নবনির্বাচিত তিন মেয়র হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাঈদ খোকন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আ জ ম নাছির উদ্দিন। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল তিন সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Post a Comment

Previous Post Next Post