![]() |
বাজারে এসেছে বাড়তি সুবিধার স্মার্টফোন ও ট্যাব |
অনলাইন ডেস্কঃ সময়ের সাথে পাল্লা দিয়ে ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করতে, অনেকটাই নির্ভর করতে হয় প্রযুক্তিপণ্যের ওপর। আর প্রযুক্তির সুবিধাভোগীরাও প্রয়োজনের সাথে দামের সমন্বয় করে সব সময়ই খুঁজে বেড়ান হালনাগাদ সংস্করণটির জন্য। সম্প্রতি মোবাইলফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং, অপ্পো আর ওয়ালটন বাজারে নিয়ে এসেছে বাড়তি সুবিধার স্মার্টফোন। তবে, নতুন কোন মডেলের ল্যাপটপ, ডেস্কটপ না এলেও বাজারে এসেছে নতুন মডেলের ট্যাব। কখনও প্রয়োজন কখনও বিনোদন; বহুমুখী চাহিদা মেটাতে প্রযুক্তি পণ্যে যোগ হচ্ছে নতুন সব অ্যাপস সুবিধা। আর ট্যাব, ল্যাপটপ, মোবাইল; প্রয়োজন আর দাম মিলিয়ে নানা ব্র্যান্ডের এসব গ্যাজেট ব্যবহারকারীরাও বাজারে চোখ রাখেন আধুনিক সব প্রযুক্তিপণ্যের খোঁজে। প্রথমবারের মতো স্যামসাং বাজারে নিয়ে এসেছে কার্ভ ডিসপ্লে'র মোবাইলফোন 'গ্যালাক্সি এস সিক্স এজ'। আর সেলফি সুবিধার ও-ক্লিক এর সাথে ফোন ফাইন্ডার ডিভাইসের সুবিধাসহ অপ্পো নিয়ে এসেছে এন ত্রি মডেলের স্মার্টফোন। এদিকে, দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ সুবিধা দিয়ে ওয়ালটন বাজারে ছেড়েছে স্মার্টফোন 'প্রিমিও এইচএম মিনি'। আর ট্যাব ব্যবহারকারীদের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে লেনেভো নিয়ে এসেছে এসএইচ ফিফটি মডেলের নতুন ট্যাব। বাজারে আপডেট মডেলের গ্যাজেট কেনার পাশাপাশি গ্যাজেটটির সুরক্ষা আর বাড়তি সুবিধা নিতে আইটি অ্যাক্সেসরিজও কিনছেন ক্রেতারা। তবে নতুন মডেলের ল্যাপটপ আর ডেস্কটপের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে ক্রেতাদের।