ভিসার পেছনে ঘুরে ক্লান্ত হয়ে পড়ছেন সালাহ উদ্দিনের স্ত্রী

ভিসার পেছনে ঘুরে ক্লান্ত হয়ে পড়ছেন সালাহ উদ্দিনের স্ত্রী
ভিসার পেছনে ঘুরে ক্লান্ত হয়ে পড়ছেন সালাহ উদ্দিনের স্ত্রী

নিউজ ডেস্কঃ দীর্ঘ ৬২ দিন পর `নিখোঁজ` স্বামীর খোঁজ পাওয়ার পর থেকে ভিসার পেছনে ঘুরে ক্লান্ত হয়ে পড়ছেন বিএনপি নেতা সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা অাহমেদ। টানা তিন দিন ঘুরেও ভারতে যাওয়ার ভিসা পাননি তিনি। গত সোমবার ভারতের মেঘালয়ে সালাহ উদ্দিনের খোঁজ পাওয়ার পর থেকে ভারতীয় হাইকমিশনে দৌড়ঝাঁপ করছেন হাসিনা আহমদ। সঙ্গে বিএনপির শীর্ষ নেতারাও ছিলেন। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত তারা ভিসা পাননি বলে জানা গেছে। সর্বশেষ বৃহস্পতিবার আজ ভিসা হতে পারে এমন খবরে গণমাধ্যমকর্মীরা দিনভর সালাহ উদ্দিনের গুলশানের বাসার কাছে অপেক্ষা করেন। পরবর্তীতে সন্ধ্যা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে ভিসার ব্যাপারে কিছু জানানো হয়নি। পরে হাসিনা আহমেদের সঙ্গে গণমাধ্যম কর্মীরা কথা বলতে চাইলে তার বাসা থেকে একজন এসে সাংবাদিকদের জানান, “ম্যাডাম (হাসিনা আহমদ)টায়ার্ড। আজকে আপনাদের সাথে কথা বলবেন না।” এর আগে সোমবার বেলা ১২টার দিকে মেঘালয়ের একটি হাসপাতাল থেকে সালাহ উদ্দিন আহমদ প্রথমে স্ত্রী হাসিনা আহমদকে ফোন করেন। এরপর হাসিনা ছুটে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায়। তাকে বিস্তারিত জানিয়ে বাসায় ফিরে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানান তিনি। এরপরই চলে যান ভারতীয় হাইকমিশনে। বিএনপি সূত্র জানায়, হাসিনা আহমদসহ চারজনের ভিসার জন্য আবেদন করা হয়েছে। সালাহ উদ্দিনের স্ত্রী ভিসা পাওয়া এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে বিএনপি ও সালাহ উদ্দিনের পরিবার। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদও প্রতিনিয়ত হাইকমিশনে যোগাযোগ রাখছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে সালাহ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করতে বুধবার রাতে মেঘালয়ের শিলংয়ে পৌঁছেছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি

Post a Comment

Previous Post Next Post