![]() |
| সুন্দরবন থেকে ১২ জেলে অপহরণ |
নিউজ ডেস্কঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কালিন্দি নদী থেকে ১২ জেলেকে অপহরণ করেছেন বনদস্যুরা। মুক্তিপণ আদায় করতে তাদেরকে অপরহণ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর তাদের কালিন্দি নদী থেকে তুলে নিয়ে যান দস্যুরা। অপহৃত জেলেদের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা শ্যামনগর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপহরণের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মুক্তিপণ আদায়ের লক্ষ্যে বনদস্যু সেঝ বাহিনীর সদস্যরা ১২ জেলেকে অপহরণ করেছেন। কোস্টগার্ডের সহায়তায় তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।
