![]() |
| কুলাউড়া বিআরডিবি’র ৩০ লক্ষ টাকার ঋণ বিতরণ |
এম শাহবান রশীদ চৌধুরীঃ কুলাউড়া উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতি লি: (বিআরডিবি) এর ৩০ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। বিআরডিবির হল রুমে গতকাল মঙ্গলবার ঋণ বিতরণ করেন সমিতির চেয়ারম্যান ফজলুল হক ফজলু। জুনিয়র অফিসার (হিসাব) খোকন কুমার সাহার পরিচালনায় মহিলা কর্মসূচীর ঋণদান বিতরন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অফিসার মোঃ নুরুল ইসলাম,সমিতির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ। উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, মাঠ সংগঠক সামছুন নাহার, দিলারা বেগম, নাজনিন আক্তার, একটি বাড়ি একটি খামার চুনঘর সমিতির ম্যানেজার পরিতোষ মালাকার (শান্ত), অফিস সহকারী সুশেন্দ্র মল্লিক, বিজন দেব প্রমুখ। পরে চেয়ারম্যান ফজলুল হক ফজলু ৭টি সমিতির ১১৩ জন সদস্যের মধ্যে গাভী পালনের জন্য চুনঘর মহিলা সমিতি লি: এর ৭জনকে ১ লক্ষ ৮০ হাজার, মধ্য হিংগাজিয়া সমবায় সমিতির ২৫জনকে ৭ লক্ষ ২০ হাজার, পূর্ব তুলাপুর সমবায় সমিতির ২০ জনকে ৫ লক্ষ, পূর্ব দক্ষিণভাগ সমবায় সমিতির ১৮জনকে ৪ লক্ষ, জগৎপুর সমবায় সমিতির ১৭জনকে ৪ লক্ষ ৩০ হাজার, চন্দ্রখলা মহিলা সমবায় সমিতির ১৭ জনকে ৪ লক্ষ ২৫ হাজার ও ইসলামাবাদ মহিলা সমিতির ৯জনকে ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে মোট ২৯ লাখ ৪৫ হাজার টাকার ঋণ বিতরন করেন।
