![]() |
| আগামীকাল ইউনাইটেড রয়েল্স ক্লাবের মেধাবৃত্তি পরীক্ষা |
শিক্ষা, মানবতা, বন্ধুত্ব এই তিন মূলমন্ত্রকে ধারন করে কুলাউড়ার এক ঝাঁক তরুণ মেধাবী সংগঠকদের নিয়ে গঠন করা হয়েছিল কুলাউড়ার বৃহৎ সামাজিক সেবামূলক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাব। এই সামাজিক সেবামূলক ক্লাবটি ২০১৩ সালের ৩০ মে যাত্রা শুরু করে এখন পর্যন্ত বিরামহীন ভাবে তার সৃজনশীল, সৃষ্টিশীল কাজ করে যাচ্ছে। যার জন্য আমাদের এই স্বপ্নের ক্লাবটি ইতিমধ্যে কুলাউড়ার সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। যে প্রশংসার দাবিদার আমাদের ক্লাবের সকল সদস্যবৃন্দ। ক্লাব সদস্যদের আন্তরিক সহযোগিতায় ও কঠোর পরিশ্রমের ফলে আজকের এই ইউনাইটেড রয়েল্স ক্লাব। ক্লাবের যে সদস্যরা আন্তরিকতার সহিত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের কাছে আমি কৃতার্ত। আপনাদের সকলের আন্তরিকতা, স্নেহ ও ভালবাসার বন্ধনে আমি আবদ্ধ হয়ে আছি। যার কারণে আজকে এই ক্লাবে আমার বেড়ে ওঠা। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা পেলে ভবিষ্যতে এই ক্লাব কে অনেক উন্নতির দিকে নিয়ে যাওয়ার চিন্তা আমার রয়েছে। সামাজিক শিক্ষামূলক কর্মকান্ডের ধারাবাহিকতা বজায় রেখে ইউনাইটেড রয়েল্স ক্লাব কুলাউড়া উপজেলার ১১টি স্বনামধন্য মাদ্রাসার মেধাবী ছাত্র- ছাত্রীদের নিয়ে আয়োজন করেছে "ইউনাইটেড রয়েল্স ক্লাব মেধাবৃত্তি " পরীক্ষা ২০১৫ ইং। উক্ত মেধাবৃত্তি পরীক্ষা আগামীকাল কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টার সময় অনুষ্ঠিত হবে। মেধাবৃত্তি পরীক্ষায় ক্লাবের কার্যকরী কমিটির সকল সদস্য, নির্বাহী সদস্যদের যথাসময়ে উপস্থিত থেকে মেধাবৃত্তি পরীক্ষাকে আরো সুন্দর ও সার্থক করে তোলার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে বিনীত অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি ক্লাবের সকল শোভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
আমন্ত্রণক্রমে:: মোঃ আজাদ আহমদ, বোর্ড চেয়ারম্যান, ইউনাইটেড রয়েল্স ক্লাব
আমন্ত্রণক্রমে:: মোঃ আজাদ আহমদ, বোর্ড চেয়ারম্যান, ইউনাইটেড রয়েল্স ক্লাব
