![]() |
| আগামী অর্থবছরে ৯৭ হাজার কোটি টাকার অনুমোদন এডিপি'র |
নিউজ ডেস্কঃ আগামী অর্থবছরের জন্য ৯৭ হাজার কোটি টাকার এডিপি'র অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি ব্যয় সাড়ে ৬২ হাজার কোটি টাকা এবং প্রকল্প সাহায্য সাড়ে ৩৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদ, এনইসি'র সভায় চূড়ান্ত এডিপি'র অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৫৫ শতাংশ। এছাড়া চলতি অর্থবছর ৬ দশমিক পাঁচ এক শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান। আ হ ম মুস্তফা কামাল বলেন, 'সাড়ে ৪ হাজার কোটি টাকা যেটা বাড়ানো হলো সেটা আমরা এখন বসে ঠিক করব। যারা ডিমান্ড করেছেন তাদের জন্যই এটা। এর সম্পূর্ণটাই সরকারি অর্থ। বিদ্যুৎ ও জ্বালানিখাত ১০০০ কোটি টাকা অতিরিক্ত দাবি করেছে। তার পুরোটাই তাদের জন্য রাখা হবে। বাকিগুলো আমরা ঠিক করব যে কোন কোন খাতে আমরা দেব।'
