একনেকের বৈঠকে কুলাউড়া-শাহবাজপুর রেললাইন চালুর অর্থ অনুমোদনের সংবাদে বড়লেখায় আনন্দ মিছিল

 কুলাউড়া-শাহবাজপুর রেললাইন চালুর অর্থ অনুমোদনের সংবাদে বড়লেখায় আনন্দ মিছিল
এম শাহবান রশীদ চৌধুরী: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) মঙ্গলবারের বৈঠকে রেলওয়ের পরিত্যাক্ত কুলাউড়া-শাহবাজপুর লাইনে ট্রেন চালুর সংস্কার কাজের অর্থ অনুমোদনের সংবাদে বড়লেখা, জুড়ী, কুলাউড়া ও সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আনন্দের বন্যা বইছে। মঙ্গলবার(২৬মে)সন্ধ্যায় বড়লেখা পৌরশহরসহ বিভিন্ন এলাকায় উৎফুল্ল আওয়ামীলীগ পরিবার আনন্দ মিছিল করেছে। ২০০২ সালের ৭ জুলাই ঘন ঘন দুর্ঘটনার অজুহাতে এ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। সুত্র জানিয়েছে, ৬৭৮ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন হওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ শাহাব উদ্দিনকে অভিনন্দন জানিয়ে পৌর শহরে আনন্দ মিছিল করে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়েছে। এ বিষয়ে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি বলেন, এ অঞ্চলের জনগনের বহুল প্রত্যাশিত রেল লাইনটি তৎকালীন বিএনপি জোট সরকার বন্ধ করে দেয়। রেল লাইনটি একনেকে অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার নির্বাচনী এলাকার জনগনের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Post a Comment

Previous Post Next Post