সালাহউদ্দিনকে আদালতে নেওয়া হবে আজ

সালাহউদ্দিনকে আদালতে নেওয়া হবে আজ
সালাহউদ্দিনকে আদালতে নেওয়া হবে আজ
নিউজ ডেস্কঃ সাবেক মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আজ (বুধবার) শিলংয়েল স্থানীয় একটি আদলতে হাজির করা হবে। এর আগে ভারতে অনুপ্রবেশের সন্দেহে মেঘালয় পুলিশ মঙ্গলবার রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে। এছাড়া একই দিন বিকেলে নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্সেস (নিগ্রেহমস) থেকে ছাড়া পন তিনি। পরে তাকে শিলং পুলিশ হেফাজতে নেয়। মেঘালয়ের স্থানীয় একটি গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। নিগ্রেহমসের ডেপুটি মেডিক্যাল সুপার ডা. ভাস্কর বর্গহাইন জানিয়েছেন, চার সদস্যের মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়। সালাহউদ্দিনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাই তাকে আর হাসপাতালে রাখার প্রয়োজন নেই। সালাহউদ্দিনের আইনজীবী এস পি মহন্ত বলেন, আমার মক্কেলকে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল। এ ব্যাপারে আমরা আদালতে সব কাগজপত্র জমা দেব। রাজ্য সরকারের পক্ষে মেঘালয় হাইকোর্টের পিপি আই সি ঝাঁ-কে ইতিমধ্যে এই মামলায় সরকারি আইনজীবী নিয়োগ করা হয়েছে। তিনি বলেছেন, আইনি লড়াইয়ে সরকার প্রস্তুত। রাষ্ট্রপক্ষের হয়ে আমরা আসামির বিরুদ্ধে সব তথ্য-প্রমাণ আদালতে উপ¯’াপন করব। উল্লেখ্য, অনুপ্রবেশের অভিযোগে মেঘালয় পুলিশ সালাহউদ্দিনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় মামলা করেছে। এই মামলায় সর্বোচ্চ সাজা পাঁচ বছরের জেল ও অর্থদণ্ড। কেউ অর্থদণ্ড দিতে না পারলে তাকে অতিরিক্ত সাজা দিতে পারেন বিচারক।

Post a Comment

Previous Post Next Post