আজ রাত সাড়ে ৮টায় রোম ওপেনের ফাইনালে মারিয়া শারাপোভা-কার্লা নাভারো

আজ রাত সাড়ে ৮টায় রোম ওপেনের ফাইনালে মারিয়া শারাপোভা-কার্লা নাভারো
 রোম ওপেনের ফাইনালে মারিয়া শারাপোভা-কার্লা নাভারো
আমিন জাহানঃ ক্যারিয়ারের তৃতীয় রোম শিরোপার হাতছানি মারিয়া শারাপোভার সামনে। শনিবার রোম ওপেনের সেমিফাইনালে অবাছাই স্বদেশী তারকা দারিয়া গাবরিলোভার বিপক্ষে জয় কুড়ান এ রুশ তারকা। অন্য সেমিফাইনালে জয় পেয়েছেন স্প্যানিয়ার্ড তারকা কার্লা সুয়ারেজ নাভারো।তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে নাভারো রুমানিয়ার সিমোনা হালেপকে পেছনে ফেলেন ২-৬, ৬-৩ ও ৭-৫ গেমে। আজ রাত সাড়ে ৮টায় রোম ওপেনের ফাইনালে মাঠে নামবে মারিয়া শারাপোভা-কার্লা নাভারো। চলতি মওসুম স্প্যানয়ার্ড তারকা নাভারো ফর্ম উড়ন্ত। ডব্লিউটিএ ট্যুরে নাভারো এবার জয় দেথেছেন ৩১ ম্যাচে। আর রোমে র‌্যাকেট হাতে নাভারো দেখান তার শক্তস্নায়ু। প্রথম সেটে হারলেও দ্রুতই ঘুড়ে দাঁড়ান কার্লা। আর ম্যাচ নির্ধারণী শেষ সেটে এক সময় হার থেকে দুই পয়েন্ট দূরে পৌঁছেন কার্লা নাভারো।

Post a Comment

Previous Post Next Post