৮ যৌন নিপীড়কদের চিহ্নিত,পরিচয় দিলে লাখ টাকা

৮ যৌন নিপীড়কদের চিহ্নিত,পরিচয় দিলে লাখ টাকা
৮ যৌন নিপীড়কদের চিহ্নিত,পরিচয় দিলে লাখ টাকা
নিউজ ডেস্কঃ বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন নিপীড়নের ঘটনার ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও দেখে আটজনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে না পেরে সবার সহযোগিতা চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। কেউ তাদের পরিচয় সনাক্ত করতে পারলে ১ লাখ টাকা করে পুরস্কারেরও ঘোষণা দেওয়া হয়েছে। পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক রোববার রাজধানীর পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের উৎসবের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে এক দল যুবক নারীদের ওপর চড়াও হয়। তাতে বাধা দিতে গিয়ে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীসহ কয়েকজন। সে সময় চার নিপীড়ককে ধরে এসআই আশরাফসহ দুই পুলিশ কর্মকর্তার কাছে দেওয়া হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ছাত্র ইউনিয়ন নেতা লিটন। ওই ঘটনায় পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক সমালোচনার মুখে পড়লেও গত এক মাসে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যৌন নিপীড়কদের চিহ্নিত করতে ঘটনাস্থলে উপস্থিত কোনো ব্যক্তির কাছে কোনো ছবি অথবা ঘটনার সঙ্গে জড়িত কোনো ব্যক্তির পরিচয় বা কোনো ধরনের তথ্য থাকলে একটি নির্ধারিত মোবাইল নম্বরে জানাতে অনুরোধ করেছিল পুলিশ। কিন্তু নিপীড়নের শিকার কেউ ওই নম্বরে ফোন করে ঘটনার বিষয়ে কোনো তথ্য তো দেননি, বরং প্রায়ই ভিওআইপি নম্বর থেকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর এর আগে জানিয়েছিলেন। পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক সংবাদ সম্মেলনে জানান, ওই ঘটনার ছবি ও ভিডিও দেখেই আটজনকে তারা চিহ্নিত করেছেন। তাদের পরিচয় শনাক্ত করতে যারা সহায়তা করবে, তাদের পরিচয় গোপন রাখা হবে। অন্যদের মধ্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, মাইনুর রহমান চৌধুরী, মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post