![]() |
বেসরকারি ব্যাংকের নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা |
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মুরাদপুরে আল-আরাফা ইসলামী ব্যাংকে ডাকাতি করতে ব্যর্থ হয়ে নৈশপ্রহরী ইব্রাহিমকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও শুক্রবার রাতে তা জানাজানি হয়। পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর কর্মকর্তারা ব্যাংক বন্ধ করে চলে যায়। এরপর থেকে নৈশ প্রহরী ইব্রাহিম ব্যাংকের ভেতরে দায়িত্বরত ছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে ব্যাংকের এক কর্মকর্তা নিরাপত্তা পরিদর্শনে এসে নৈশপ্রহরী ইব্রাহিমের সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ব্যাংকের তালা খুলে ভেতরে ইব্রাহিমের গলাকাটা লাশ দেখতে পায়। এসময় ব্যাংকের পেছনের অংশের গ্রিলকাটা এবং ভল্ট ভাঙার চেষ্টার আলামত দেখতে পায়। তবে ভল্ট ভাঙতে না পারায় কোনো টাকা খোয়া যায়নি বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
সুত্রঃ সময় নিউজ