![]() |
ঢাকা-লন্ডন ফ্লাইট বাতিলে যাত্রীদের মাঝে ক্ষোভ, বিমান বলছে ব্যবসায়িক কারণ |
নিউজ ডেস্কঃ হঠাৎ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন-ঢাকা রুটে মে ও জুন মাসের ৬টি নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে বলে অভিযোগ তুলেছেন প্রবাসীরা। এতে তাদের মধ্যে ক্ষোভেরও সৃষ্টি হয়েছে। তবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, যাত্রী কম হওয়ায় তারা এ ব্যবস্থা নিয়েছে। ফ্লাইট বাতিলের বিষয়টি যাত্রীদের আগ থেকে জানিয়ে দেয়ার দাবিও করেছে কর্তৃপক্ষ। দেশে ফিরতে প্রবাসী বাংলাদেশিদের প্রথম পছন্দ সরকারি এয়ারলাইন্স বিমান বাংলাদেশের ফ্লাইট। যুক্তরাজ্য থেকে সপ্তাহে চারটি ফ্লাইট যায় বাংলাদেশে। এসব ফ্লাইটের অধিকাংশ যাত্রীই প্রবাসী। কিন্তু চলতি মে ও জুন মাসের ৬টি নির্ধারিত ফ্লাইট হঠাৎ করে বাতিল করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আর এতে করে, ভোগান্তিতে পড়েছে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীরা। বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে, দুদিক থেকে যাত্রী কম হওয়ায় তারা ফ্লাইট বাতিল করেছে। আগে থেকে যাত্রীদের জানিয়ে দেয়ায় প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ থাকবে বলে দাবি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্মকর্তার। যুক্তরাজ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কান্ট্রি ম্যানেজার মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, 'এটা মূলত ব্যাবসায়িক কারণে বাতিল করা হয়েছে। কারণ, ওই ফ্লাইটগুলোতে পর্যাপ্ত যাত্রী পাওয়া যায়নি। এখানে যাত্রিসেবা কোনভাবেই বিঘ্নিত হচ্ছেনা। কারণ, আমরা সব যাত্রীদের অন্য ব্যবস্থা করে দিয়েই ফ্লাইট বাতিল করছি।' তবে প্রবাসীরা বলছেন, কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কারণে সুনাম ক্ষুণ্ণ হবে সরকারি এ বিমান সংস্থার। রবাসীদের দাবি, তাদের ভোগান্তির কথা ভেবে বাতিল করা ফ্লাইট অবিলম্বে চালু করা হোক। 'আকাশে শান্তির নীড়'-এই স্লোগান নিয়ে বাংলাদেশের পতাকাবাহী বিমানের টিকিট বুকিং দিয়ে যেন শঙ্কায় থাকতে না হয় তাদের।