![]() |
মৌলভীবাজারে মহিলা পরিষদের মানববন্ধন |
হোসাইন আহমদঃ পহেলা বৈশাখে যৌন হয়রানি ও মেয়েদের শ্লালীনতা হানির ঘটনায় সুষ্ট তদন্ত না হওয়ার প্রতিবাদে ও অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে গতকাল বুধবার বিকাল ৪টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ মৌলভীবাজার জেলা শাখা। সংগঠনের সভাপতি নমিতা দাসের সভাপতিত্বে সাধারন সম্পাদক রুহেনা আক্তার খানমের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরী পদ দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালেরকন্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি আব্দুল হামিদ মাহবুব, দেশটিভির জেলা প্রতিনিধি ছালেহ এলাহি কুটি। এসময় বক্তারা বলেন, অবিলম্বে যৌন নীপিড়কদের আইনের মাধ্যমে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা মেয়েদের ঘরে বসে না থেকে গণতান্ত্রিক প্রক্রিয় প্রতিবাদ করার আহব্বান করেন।