![]() |
এখনো কারাগারে পৌঁছায়নি ফাঁসির আদেশ কপি |
নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির আদেশের কপি এখনো (বিকেল ৫.৩০ মিনিট) কেন্দ্রীয় কারাগারের পৌঁছায়নি বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার ফরমান আলী। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি এ তথ্য জানান। আদেশের কপি হাতে পেলে কি করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদেশের কপি হাতে পেলে প্রথমে কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হবে। এরপর তাকে (কামারুজ্জামান) রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করার কথা জানানো হবে। তিনি যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে তিনি ক্ষমা প্রার্থনার সময় পাবেন। আর যদি কামারুজ্জামান ক্ষমা প্রার্থনা না করেন তাহলে কি হবে -এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাহলে সরকারের নির্দেশ অনুযায়ী রায় বাস্তবায়ন করা হবে। এর আগে সোমবার সকালে তিনি জানিয়েছিলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। একাধিক জল্লাদও প্রস্তুত। উল্লেখ্য, সোমবার সকাল ৯টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন। গত ৫ মার্চ মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সংশ্লিস্ট শাখায় রিভিউ আবেদন দায়ের করেন কামারুজ্জামানের আইনজীবীরা। ১৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ চার বিচারপতির স্বাক্ষর শেষে সর্বমোট ৫৭৭ পৃষ্ঠার রায়ের কপি প্রকাশ করা হয়। গত বছরের ৩ নভেম্বর বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন। ২০১৩ সালের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।