নিউজ ডেস্কঃ লাশ বহনের জন্য একটি কফিন নেওয়া হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। একটি নম্বরবিহীন সাদা অ্যাম্বুলেন্সে করে কফিনটি কারাগারে নেওয়া হয়। সোমবার দুপুর ২টার দিকে কফিনটি কারাগারের ভেতর নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে সোমবার মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী জানিয়েছেন দ্রুত রায় কার্যকর করা হবে। অন্যদিকে কামারুজ্জামানের পরিবারকে দেখা করার জন্য চিঠি দিয়েছেন কারা কর্তৃপক্ষ।