নিউজ ডেস্কঃ সরিয়ে আনা হচ্ছে ইয়েমেন থেকে সরিয়ে আনা হচ্ছে বাংলাদেশিদের। রোববার তিন বাংলাদেশিকে উদ্ধার করে পাশের দেশ জিবুতিতে নেয়া হয়। আজ আরও দুই শ’ বাংলাদেশি জিবুতি পৌঁছাবেন। পরিস্থিতি বিবেচনায় ইয়েমেন থেকে দ্রুত নাগরিক সরিয়ে নিচ্ছে ভারত, পাকিস্তান, চীন, ফ্রান্স ছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশ। তবে, ইয়েমেনের আকাশ সীমায় নো ফ্লাই জোন কার্যকর থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর এডেনের দখল নিতে পাল্টাপাল্টি হামলা শুরুর পরপরই নিজ নিজ নাগরিক সরিয়ে আনার উদ্যোগ নেয় বিভিন্ন দেশ। রোববার সবচে বড় উদ্ধারকাজ চালিয়েছে ভারত। এই দিন তিনটি বিমানে সাড়ে ছয়শো নাগরিক সরিয়ে এনেছে দেশটি। এরআগে শনিবারও এডেন বন্দর থেকে ৪৪১ জন মানুষকে উদ্ধার করে ভারতের নৌবাহিনী। ইয়েমেনে কর্মরত চার হাজার ভারতীয় নাগরিকের মধ্যে এপর্যন্ত দুই হাজার জনকে সরিয়ে নিয়েছে দেশটির সরকার। ইয়েমেনে থেকে ৫৭১ জন চীনা নাগরিকের সবাইকে সরিয়ে নিয়েছে চীন। দেশে ফিরে আসা সবার কণ্ঠেই ইয়েমেনের ভয়াবহ পরিস্থিতির বিবরণ। উদ্ধারকৃত একজন চীনা নাগরিক বলেন,রাত ২ টা থেকে ৫ টা পর্যন্ত চলে বিমান হামলা। আমাদের ভবনের ওপর দিয়ে প্রায়ই বিকট শব্দে উড়ে যেত বিমানগুলো আর বোমা ফেলার পর কেঁপে উঠত আমাদের বিল্ডিংগুলো। ফ্রান্স, আলজেরিয়া, রাশিয়াও নিজেদের লোক সরিয়ে নেয়া শুরু করেছে। এছাড়া কানাডা, জার্মানি ও ইরাক নিজেদের লোকজন সরিয়ে নেবার জন্য আবেদন করেছে সৌদি নেতৃত্বাধীন জোটের কাছে। এদিকে, সাত মাস পর ইমরান খানের দল পার্লামেন্ট ফিরলেও ইয়েমেন সঙ্কটে দেশের ভূমিকা নিয়ে বিপাকে পড়েছে পাকিস্তানের পার্লামেন্ট। সামরিক অভিযানে অংশ নিতে সৌদি আরবের অনুরোধে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাড়া দেয়া ঠিক হবে কি না তা নিয়ে অধিবেশনে বিতর্কের কথা রয়েছে।