বৃষ্টির দিনে পোশাকের যত্ন

বৃষ্টির দিনে পোশাকের যত্ন
বৃষ্টির দিনে পোশাকের যত্ন
হুটহাট করে দেখা দিচ্ছে বৃষ্টি। স্থায়ীভাবে আসার আগে নিজের অবস্থানটি আরেকটু পাকাপোক্ত করতেই বুঝি মাঝে মাঝে এসে দেখা দিয়ে যাচ্ছে। বৃষ্টিতে বাইরে যেতে মন চায় না, কিন্তু ঘরে বসে থাকারও উপায় নেই। হাজারটা কর্মব্যস্ততার কারণে যেতেই হয় বাইরে। বৃষ্টিতে ভিজে নষ্ট হতে পারে আমাদের প্রিয় পোশাকটি। বাইরে যাওয়ার পোশাক নির্বাচনে তাই, এখন চাই বাড়তি সতর্কতা-
  • বাইরে যাওয়ার সময় জর্জেট, সিল্ক জাতীয় সিনথেটিক কাপড়ের পোশাক পরুন।
  • সিনথেটিক জাতীয় পোশাক পরে আপনি স্বাচ্ছন্দে চলতে পারবেন।
  • বৃষ্টির দিনে নীল, কমলা বার যেকোনো উজ্বল রং-এর পোশাক পরুন।
  • এসময় খুব ফিটিং পোশাক না পরে খানিকটা ঢিলেঢালা পোশাক বেছে নিন। এতে বৃষ্টিতে ভেজার পর পেশাকটি দ্রুত শুকিয়ে যাবে।
  • বৃষ্টিতে ভিজলে সুতি কাপড়ের পোশাক শুকাতে দেরি হয়। এ কারণে ঠাণ্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে।
  • সুতি পোশাক ভিজে গুমোট গন্ধ কিংবা দাগ হয়ে পোশাকটি নষ্ট হতে পারে।
  • সুতি পোশাকের মতোই ভারি বুননের কাপড়ের পোশাক এড়িয়ে চলতে হবে।
  • পোশাক কাদাপানিতে ভিজে গেলে কিংবা দাগ বসে যাওয়ার আশংকা থাকলে তা ধুয়ে ফেলুন।
  • বাইরে থেকে ভিজে এলে, বাড়ি ফিরে কাপড় ভালোভাবে শুকাতে হবে।
  • সাদা বা হালকা যে কোনো রঙের কাপড় ভিজে গেলেই পানিতে ধুয়ে নিতে হবে যেন তাতে দাগ বা তিলা না পড়ে।

Post a Comment

Previous Post Next Post