![]() |
পূজা উদযাপন পরিষদের জয়চন্ডি ইউনিয়ন শাখা কমিটি গঠিত |
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলার ৪নং জয়চন্ডি ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষে গত ২০ মার্চ শুক্রবার পরিষদের হল রুমে এক সাধারন সভা অনুষ্টিত হয়। ইউনিয়নের প্রবিন চিকিৎসক, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ হেমকুমার পালের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু এবং বিশেষ অতিথি হিসাবে পূঁজা পরিষদের আহ্বায়ক সাংবাদিক সুশীল সেনগুপ্ত, যুগ্ম আহ্বায়ক সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, সদস্য সচিব যাদবেন্দ্র রায় যাদু, সদস্য মিহির লাল দেবরায়, ইউপি সদস্য বিমল কুমার দাস ও সুভাষ গোয়ালা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার ভাষনে বলেন, ইউনিয়ন পুজা কমিটি কখন কিভাবে গঠিত হয় ইউনিয়নবাসী কোন দিন জানতে পারেনি, এবারই প্রথম ব্যাপক প্রচারের মাধ্যমে ইউনিয়ন কমিটি হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জানান। নবগঠিত ইউনিয়ন কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস জানিয়ে তিনি কমিটির পরিচিতি সভায় ১০ হাজার টাকা অনুদান প্রদানেরও ঘোষনা দেন। এবার ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে প্রচুর জন সমাগম হয় ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হয়। সাধারন সভায় বিমলেন্দু রায় চৌধূরী শিবু কে সভাপতি এবং বিশ্বজিৎ দেব কে সাধারন সম্পাদক, অশোক চন্দকে সাংগঠনিক সম্পাদক ও সাবিত্রি রানী রাজভর কে মহিলা সম্পাদিকা নির্বাচিত করে আগামী ২ বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
# বিজ্ঞপ্তি