কুলাউড়ায় পরিবার পরিকল্পনা বিভাগের গোল্ডেন ও গার্লস কার্যক্রমের উদ্বোধনী ও অবহিতকরণ সভা

কুলাউড়ায় পরিবার পরিকল্পনা বিভাগের গোল্ডেন ও গার্লস কার্যক্রমের উদ্বোধনী ও অবহিতকরণ সভা
মোঃ খালেদ পারভেজ বখশঃ কুলাউড়া উপজেলা মা, শিশু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ০১ এপ্রিল বুধবার সকাল ১১ টায় গোল্ডেন ওমেন ও গার্লস কার্যক্রমের উদ্বোধনী ও অবহিতকরণ সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ মোঃ শাহজাহান কবির চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সহকারী মেডিকেল অফিসার ডাঃ কেরামত আলীর উপস্থাপনায় প্রধান অতিথি থেকে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসান উদ্বোধনী ও অবহিতকরন সভার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধূসূধন পাল চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের এমসিএইচপিও ডাঃ সুলতান আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধূরী ও সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন ভুইয়া, মাধ্যমিক একাডেমীর সুপার ভাইজার সফিকুল ইসলাম, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মালতী রানী দাস, মহিলা বিষয়ক প্রশিক্ষক মুর্শিদা আক্তার । প্রধান অতিথি ইউএনও নাজমুল হাসান তার বক্তব্যে বলেন, বর্তমান স্বাস্থ্য বান্ধব সরকার স্বাস্থা সেবায় অগ্রনী ভুমিকা পালন করছে। তিনি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নতিকল্পে স্বাস্থ্য সেবাকে তৃনমুল পর্যায়ে পৌছে দিতে মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য সেবার অধিকার বিষয়ে সচেতন হওয়ার জন চেতনা সৃষ্টির মাধ্যমে স্বস্ব অবস্থান থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, প্রকৃত অর্থে আমাদের প্রত্যেকের দেশ প্রেম থাকলে ও সঠিক দায়িত্ব পাল করলে দেশ ও জাতি অনেক এগিয়ে যাবে। অবহিতকরণ সভায় সমাজের বিভিন্ন শ্রেনী পেশার নারীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post