![]() |
অবাক করা শিশু এলি ! |
অনলাইন ডেস্কঃ এলির জন্মটা একেবারেই আর পাঁচটা শিশুর মতো সাধারণ। কিন্তু জন্মানোর পরপরই বোঝা গেল এলি সাধারণ নয় মোটেও। সে যে দেখতেই ভীষণ আলাদা! চোখ, মুখ, কান- সব ঠিকঠাক। শুধু নাকের জায়গায় নাকটা নেই। মুখ দিয়েই নিঃশ্বাস নিচ্ছে ছোট্ট শিশুটি। বিষয়টা বোঝা যেতেই তৎক্ষণাৎ ১০ মিনিট আলাদা ঘরে রাখা হয় সদ্যোজাতকে। এরপর নিয়ম মেনে তুলে দেওয়া হয় মায়ের কোলে। নজরে আসতেই কেঁদে ফেললেন মা। গত ৪ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামার এক হাসপাতালে জন্ম হয় ২.৯ কেজি ওজনের এলি’র। ডাক্তাররা বলছেন, গোটা বিশ্বে ১৯ কোটি ৭০ লক্ষ মানুষের মধ্যে একজনের এমনটা হতে পারে। পাঁচ দিন পর, ২০ মার্চ, একটা অপারেশন হয় এলি’র। এখন সে দিব্যি আছে। তবে নাক তার এখনও নেই। সবাই বলছে, এলি এক অলৌকিক শিশু। ওদিকে, এলিকে নিয়ে রীতিমত সাড়া পড়ে গিয়েছে ওয়েব দুনিয়ায়। অনেকেই প্রথমে ভেবেছিলেন,এ বোধহয় ফটোশপের কারসাজি। কিন্তু আসল ঘটনা জানার পর তাজ্জব সবাই।