বুলবুলের সুরে গাইলেন সিঁথি সাহা

বুলবুলের সুরে গাইলেন সিঁথি সাহা
বিনোদন ডেস্কঃ দেশ বরেণ্য সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে নতুন গানে কণ্ঠ দিলেন সুপরিচিত কণ্ঠশিল্পী সিঁথি সাহা। ওয়ালটনের একটি প্রজেক্টের জন্য এই গুণী সুরকারের সুরে গান গাইলেন সিঁথি। এ প্রসঙ্গে সিঁথি সাহা জাগোনিউজকে বলেন, ‘সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সুরে গান গাওয়ার ইচ্ছা আগে থেকেই ছিল। এবার সেই ইচ্ছাটা পূরণ হলো। আমি খুব আনন্দিত। ‘দুঃখ তুমি বন্ধু’ গানটি অত্যন্ত চমৎকার লেগেছে আমার কাছে। আশা করছি শ্রোতাদেরও ভাল লাগবে।’ ‘দুঃখ তুমি বন্ধু’ শিরোনামে এ গানটির রেকর্ডিং সম্প্রতি সম্পন্ন হয়েছে বুলবুলের স্টুডিওতে। বহুদিন গানে নেই মিষ্টি গানের শিল্পী সিঁথি সাহা। বিয়ের পর গত বছর স্বামীসহ নিউজিল্যান্ড পাড়ি জমিয়েছিলেন তিনি। দেশ ও গানের টানে ওখানকার সব ব্যস্ততা খানিক গুছিয়ে সম্প্রতি বাংলাদেশে এসেছেন সিঁথি। এরই মধ্যে বেশ কিছু টিভি চ্যানেলে পারফর্ম করেছেন। সামনেও লাইভ শো রয়েছে কিছু। তবে নতুন খবর জানালেন, আসছে পহেলা বৈশাখে নতুন একক নিয়ে হাজির হচ্ছেন এই শিল্পী। এটি হবে তার ক্যারিয়ারের চতুর্থ একক। অ্যালবামটির নাম এখনও ঠিক হয়নি। তবে এর সবগুলো গান তৈরির কাজ প্রায় শেষ। পহেলা বৈশাখে সঙ্গীতার ব্যানারে বাজারে আসবে এটি।

Post a Comment

Previous Post Next Post