ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের লড়াইয়ে শনিবার জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে আর্সেনাল। নিজের মাঠে লিভাপুলকে ধরাশায়ী করেছে আর্সেনাল। আর্সেনালের পক্ষে গোল ৪টি করেছে যথাক্রমে বেলেরিন, মেসুত ওজিল, অ্যালেক্সি সানচেজ ও অলিভার জিরাউড। লিভারপুলের পক্ষে একমাত্র গোলটি করেছেন জোর্ডান হেন্ডারসন।