সৌর বিমান: মিয়ানমার থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু

সৌর বিমান: মিয়ানমার থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু
নিউজ ডেস্কঃ সৌর শক্তিচালিত প্রথম বিমান 'সোলার ইম্পাল্স টু' সোমবার মিয়ানমার থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। মিয়ানমার থেকে উনিশ ঘণ্টা পর চীনে পৌঁছাবে বলে আশা করছেন বিমানটির দুই পাইলট। বিশ্বভ্রমণের উদ্দেশে বিভিন্ন দেশ প্রদক্ষিণ করছে 'সোলার ইম্পাল্স টু'। বিমানটি মিয়ানমারে গত ২০ মার্চ পৌঁছানোর পর খারাপ আবহাওয়ার কারণে নির্দিষ্ট দিনের প্রায় এক সপ্তাহ পর যাত্রা করল। আগামী মাসে বিমানটি প্রশান্ত মহাসাগর অতিক্রম করে যুক্তরাষ্ট্র, উত্তর আফ্রিকা অথবা দক্ষিণ ইউরোপে থামবে। এরপর বিশ্বভ্রমণ শেষ করে আবার ফিরে যাবে আবুদাবি যেখান থেকে সোলার বিমানটি যাত্রা শুরু করেছিল। পরিচ্ছন্ন প্রযুক্তির বার্তা পৌঁছে দিতে পাঁচ মাসের বিশ্বভ্রমণে ৩৫ হাজার কিলোমিটার ভ্রমণ করবে বিমানটি। দিন রাত একটানা আকাশে ওড়ার জন্য কার্বন ফাইবার নির্মিত এ বিমানটিতে স্থাপন করা হয়েছে শক্তিশালী সোলার চার্জেবল ব্যাটারী।

Post a Comment

Previous Post Next Post