ধান কাটা শুরু হয়েছে হাকালুকি হাওরে


ধান কাটা শুরু হয়েছে হাকালুকি হাওরে
ধান কাটা শুরু হয়েছে হাকালুকি হাওরে

নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। এবার শিলা বৃষ্টিতে হাওর অঞ্চলের ছয় হাজার হেক্টরের অধিক পরিমান জমির বোরো ধান তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষকরা। বোরো ধান কাটার মৌসুমকে হওরাঞ্চলে নবান্ন উৎসব বলা হয়।কৃষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, বৈশাখী ঢলে পাহারি ছড়া দিয়ে পানি হাওরে নামায় নিম্ম অঞ্চলের ছয় হাজার হেক্টর জমির পাকা ধান তিন চার ফুট পানির নিচে তলিয়ে গেছে।কৃষক মোস্তাক আহমদ আতিক জানান, এ বছর হাকালুকিতে অন্যান্য ধানের চেয়ে বি-২৮ জাতের ধানের ফলন বেশি ভালো হয়েছে। এ জাতের ধান হেক্টর প্রতি ৪ টনের চেয়েও বেশি পাওয়া যাবে বলে তারা আশাবাদী। তিনি আরো জানান, প্রতি বছর উত্তরবঙ্গ থেকে ৩০/৪০জন শ্রমিক ধান কাটতে আসে। এবার যোগাযোগ করার পরও তারা না আসায় বিপদে পড়েছি। ৫শত টাকা মজুরি দিয়েও ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। স্থানীয় লোকদের দিয়ে একটু একটু করে ধান কাটছি। কৃষকরা জানান,ধান কাটার মৌসুমে কৃষি বিভাগ যদি কমবাইন হারভেস্টার মেশিনের সুব্যবস্থা করে দিতে পারলে কৃষকরা সহজে ধান তুলতে পারতেন। এ মেশিন দিয়ে ধান কাটলে সময় খরচ ও পরিশ্রম কম হয়। তাই কৃষকদের সুবিধার্থে এ মেশিন হলে ভাল হতো। মৌলভীবাজার জেলার কৃষি অফিসের উপ-পরিচালক আবুল কালাম চৌধুরী জানান, এবারে জেলার ৫১ হাজার ৪শ ৮৮ একরে রোবো ধান চাষ করা হয়েছে। তার মধ্যে হাকালুকি হাওরের ৫ হাজার ১২২ হেক্টর জমির মধ্যে চাষ হয়েছে ৪ হাজার ৮২৫ হেক্টর জমি। এ জমি থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ৭৩৭ মেট্টিক টন।

Post a Comment

Previous Post Next Post