কমলগঞ্জে মণিপুরী ভাষা উৎসব সম্পন্ন

কমলগঞ্জে মণিপুরী ভাষা উৎসব সম্পন্ন
কমলগঞ্জে মণিপুরী ভাষা উৎসব সম্পন্ন
নিউজ ডেস্কঃ কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মণিপুরী ভাষা উৎসব ২০১৫ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ কমলগঞ্জ শাখার আয়োজনে আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (২৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন তেতইগাঁও রশিদ উদ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন। মণিপুরী শিক্ষার্থীদের মধ্যে মণিপুরী ভাষা, লিপি, সাহিত্য ও ইতিহাস সম্পর্কে এক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুপুরে তেতইগাঁও রশিদ উদ্দি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ কমলগঞ্জ শাখার সভাপতি খোইরোম ইন্দ্রজিত। হীরামনি সিনহার পরিচালনায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমদপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন তেতইগাঁও রশিদ উদ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি এ, কে, শেরাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, মণিপুরী সাহিত্য সংসদ কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক কবি সনাতন হামোম প্রমুখ। আলোচনা সভা শেষে মণিপুরী ভাষা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

Post a Comment

Previous Post Next Post