কুলাউড়ায় শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‌'এ' প্লাস ক্যাম্পেইন-২০১৫

কুলাউড়ায় শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‌'এ' প্লাস ক্যাম্পেইন-২০১৫
কুলাউড়ায় শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‌'এ' প্লাস ক্যাম্পেইন-২০১৫
নিউজ ডেস্কঃ জাতীয় ভিটামিন ‌'এ' প্লাস ক্যাম্পেইন-২০১৫ উপলক্ষে সারাদেশের ন্যায় কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভায় অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৫৫ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কুলাউড়া উপজেলার ৩শ ৩ কেন্দ্রে শিশুদেরকে একযোগে টিকা খাওয়ানো শুরু হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আবাসিক মেডিকেল অফিসার ডা: নুরুল হককে সভাপতি করে উপজেলা পর্যায়ে একটি ও ইউনিয়ন এবং পৌরসভায় আরো ১৩ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। উক্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থা/সংগঠনগুলো সাহায্যকারী হিসাবে কাজ করছে।

Post a Comment

Previous Post Next Post