এলআরবির দুই যুগ

এলআরবির দুই যুগ
এলআরবির দুই যুগ
বিনোদন ডেস্কঃ সময় কতো দ্রুত চলে! অবাক হয়ে এ কথাই বোধহয় ভাবছেন দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘এলআরবি’ (লাভ রানস ব্লাইন্ড)-এর প্রধান আইয়ূব বাচ্চু। ৫ এপ্রিল বিখ্যাত এই ব্যান্ডদলের পথ চলার ২৪ বছর পূর্ণ হলো। ১৯৯১ সালের ৫ এপ্রিল আইয়ুব বাচ্চুর নেতৃত্বে পথচলা শুরু করে এলআরবি। দীর্ঘ দিনের পথ পরিক্রমায় বেশ কয়েকটি প্রজন্মকে অসাধারণ সব গান দিয়ে মুগ্ধ করে রেখেছে এলআরবি। প্রেম, মানুষ ও মানবতার বাণীকে হৃদয়ে লালন করে দলটি পৌঁছে গেছে কিংবদন্তির দ্বারপ্রান্তে। ব্যান্ড লিজেন্ড আইয়ূব বাচ্চু জানালেন, জন্মদিন উপলক্ষে একটি ঘরোয়া আয়োজন করা হয়েছে। এর আগে রাত ১২টায় কেক কেটে আয়োজনের সূচনা হয়। সেইসাথে জানালেন, দিনব্যাপি ভক্ত-শ্রোতাদের জন্য থাকবে নানা আয়োজন। এলআরবির ফেসবুক পেজে জানানো হবে তা। প্রসঙ্গত, আশির দশকের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’-এ টানা ১০ বছর গিটার বাজান আইয়ুব বাচ্চু। এরপর ১৯৯১ সালের ৫ এপ্রিল আইয়ুব বাচ্চুর নেতৃত্বে তৈরি হয় ‘এলআরবি’। এ সময় স্বপন, জয় ও এস আই টুটুল দলটির সঙ্গে ছিলেন।
এলআরবির দুই যুগ
১৯৯২ সালে প্রথমবারের মতো জোড়া এ্যালবাম প্রকাশ করে তারা। এই অ্যালবামটি দিয়েই বাজিমাত করে বাদশাহী আগমনের বার্তা দেয় এলআরবি। তারপর কেবলই এগিয়ে চলা। সময়ের অববাহিকায় ব্যান্ডদলটি আজ এ দেশে ব্যান্ড সঙ্গীতের আইকন। সেইসাথে আইয়ূব বাচ্চু অর্জন করেছেন উপমহাদেশের শ্রেষ্ঠ একজন গিটারিস্টের মর্যাদা। প্রথম অ্যালবামটির পর একে একে প্রকাশ পায় `সুখ` [১৯৯৩], `তবুও` [১৯৯৪], `ঘুমন্ত শহরে` [১৯৯৫], `স্বপ্ন` [১৯৯৬], `ফেরারী মন` [১৯৯৬], `আমাদের বিস্ময়` [১৯৯৮], `মন চাইলে মন পাবে` [২০০১], `অচেনা জীবন` [২০০৩], `মনে আছে নাকি নাই` [২০০৫], স্পর্শ [২০০৮] ও `যুদ্ধ` [২০১২]।
সাফল্যের পথচলায় এলআরবি, দলটির সদস্য ও তার ভক্ত-অনুরাগীদের অভিনন্দন।

Post a Comment

Previous Post Next Post