বিনোদন ডেস্কঃ সঙ্গীতপ্রেমীদের মনের খোরাক মিটাতে এটিএন বাংলার তৈরি হচ্ছে বিশেষ একটি অনুষ্ঠান। আর এতে একসঙ্গে হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় দুই মুখ বাপ্পা মজুমদার ও নচিকেতা চক্রবর্তী। এখানে উপস্থাপক হিসেবে থাকবেন বাপ্পা এবং আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিবেন নচিকেতা। এটিএন বাংলা সূত্রে জানা গেছে, নাম চূড়ান্ত না হওয়া অনুষ্ঠানটি পরিচালনা করবেন রুমানা আফরোজ। তিনি জানালেন, অনুষ্ঠানের শুরুতেই থাকবে নচিকেতার সংক্ষিপ্ত পরিচিতি। তারপর তার জীবনের নানান বিষয়ে আলোচনা করবেন বাপ্পা। তাকে নিয়ে এপারের জনপ্রিয় শিল্পীদের শুভেচ্ছার ভিডিওচিত্রও থাকবে। অনুষ্ঠানে আলাপচারিতার ফাঁকে সরাসরি ৮-১০টি গান গেয়ে শোনাবেন নচিকেতা। আগামী ৮ এপ্রিল এফডিসির আট নম্বর ফ্লোরে এর দৃশ্যায়ন হবে। এটি তৈরি হচ্ছে আগামী রোজার ঈদে প্রচারের জন্য। প্রসঙ্গত, কলকাতার মানুষ হলেও বাংলাদেশে তার জনপ্রিয়তা বহু পুরোনো। এপারের অনেক চলচ্চিত্র ও অডিও অ্যালবামে তিনি গান করেছেন। নচিকেতার মামাবাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর গ্রামে। গেল বছর ঢাকায় বেড়াতে এসে মামার বাড়ি যান এই গায়ক। সেখানে গিয়ে তিনি স্বজনদের পদচিহ্ন ছুঁয়ে আবেগে আপ্লুত হন।