কালিয়াকৈরে ট্রেন-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ

কালিয়াকৈরে ট্রেন-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ
কালিয়াকৈরে ট্রেন-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ (ফাইল ছবি)
নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের সঙ্গে একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা-রাজশাহী রেলরুটের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার এসআই চন্দন কুমার জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে বক্তারপুর এলাকায় রেল লাইন পার হওয়ার সময় জিসকা ফার্মাসিটিক্যাল লিমিটেডের একটি খালি কাভার্ডভ্যানের রেল লাইনের ওপর ওঠে আটকে যায়। এ সময় খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঐ স্থানে পৌছে কাভার্ডভ্যানটিকে স্বজোরে আঘাত করে। এতে কাভার্ডভ্যানটি ট্রেনের সাথে আটকে প্রায় ২০০ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে। দুর্ঘটনার আগে কাভার্ডভ্যানের চালক-সহকারীরা আত্মরক্ষার্থে নেমে পড়েন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Post a Comment

Previous Post Next Post