কুলাউড়ায় বাস ও আটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত-৯

 কুলাউড়ায় বাস ও আটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত-৯
 কুলাউড়ায় বাস ও আটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত-৯
নিউজ ডেস্কঃ কুলাউড়ায় বাস ও সিএনজি চালিত আটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৯জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কুলাউড়া পৌর শহরের উছলাপাড়াস্থ সিএনজি পাম্পের সম্মুখ সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে কুলাউড়ার উদ্দ্যেশ্যে চেড়ে আসা একটি যাত্রিবাহী বাস (মৌলভীবাজার জ-১১-০১৫৪) ও কুলাউড়া শহর থেকে প্রতাবীগামী সিএনজি চালিত আটোরিক্সা (মৌলভীবাজার থ-১১-৫৩৬৬) এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৯জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষনিক দুর্ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে প্রেরন করেন। আহতরা হলেন-কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামের মাহমুদ আলীর ছেলে সুন্দর আলী(৩২), একই এলাকার আহমদের ছেলে সায়েদ (৩০), জয়চন্ডি গ্রামের মৃত বীরেন্দ্র দেবের ছেলে বিনয় ভূষন দেব(৬০), উত্তর কুলাউড়ার আলা উদ্দিনের ছেলে খাদিমুল বাশার(৩৫), মাগুরা এলাকার আবু তাহেরের ছেলে আব্দুল কাশেম(৩৫), জুড়ী উপজেলার হামিদপুর গ্রামের আমীর খাঁর ছেলে আব্দুর রউফ(৪৬), একই উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মোঃ মাখন মিয়ার ছেলে মাতাবুর রহমান(২২), গোলাপগঞ্জ উপজেলার বসন্তকুনা গ্রামের ঘুলু মিয়ার ছেলে মিজান(২৬), একই উপজেলার ভাগলা এলাকার মুজাহিদ আলীর ছেলে মোঃ দুলাল(২৮)। আশংকাজনক দু’জন আব্দুর রউফ ও মাতাবুর রহমানকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post