কুলাউড়ায় সরকারী রাস্তার উপর পাকা ডেইন নির্মাণঃ ইউএনও বরাবরে আবেদন

কুলাউড়ায় সরকারী রাস্তার উপর পাকা ডেইন নির্মাণঃ
নিউজ ডেস্কঃ কুলাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ডে সরকারী রাস্তার প্রকৃত স্থানে ডেইন না করে রাস্তার মধ্যে পাকা ডেইন নির্মাণ করায় গুরত্বপূর্ন রাস্তাটি সুরু হওয়ায় যান চলাচলসহ মানুষের যাতায়াতের নানাবিধ অসুবিধার সুষ্টি হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বরাবরে জয়পাশা গ্রামবাসী সরকারী রাস্তাটির জায়গা ও সরজমিন তদন্ত করে ডেইনের জায়গা দখলমুক্ত করতে ০৫ এপ্রিল রোববার আবেদন পত্র দাখিল করেছেন। আবেদন পত্রটিতে গ্রামবাসী উল্লেখ করেছেন। কুলাউড়া শহর ঘেষে ৬নং ওয়ার্ড জয়পাশা গ্রামের ভেতর দিয়ে প্রায় ১৮ ফুট প্রস্থ ও প্রায় ২ কিলোমিটার উপরের দৈঘ্য সরকারী রাস্তা অনেক সময় টাউন সার্কুলার রোড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এ রাস্তার উপর দিয়ে দিবা-রাত্রী বিভিন্ন ধরনের গাড়ী ও মানুষ চলাচল করেন এবং যাহা পৌরসভা কর্তৃক রাস্তার দু’পাশে সরকারী ডেইন পাকা করনের কাজ চলমান। পানি নিস্কাশনের জন্য কুলাউড়া রেলওয়ে দিঘী থেকে যে ডেইনটি বের হয়ে জয়পাশা হাওরে পতিত হয় সেই ডেইনটির সাথে বর্তমান চলমান ডেইনটির সংযোগ ছিলো। কিন্তু ৮/৯ বছর পূর্বে জয়পাশা কেফাতিয়া মাদ্রাসার উত্তর পাশ্বের চৌ-রাস্তার উত্তরের টানিং পয়েন্টের পূর্ব পাশ্বে মোঃ সৈদ উল্লাহ গংরা রাস্তার জায়গা ও ডেইনের জায়গার উপর তাদের বাড়ীর বাওয়ানডারী দেয়াল নির্মাণ করেন। ঐসময় গ্রামের লোকজন বাঁধা দেয়ার পরেও তিনি দেয়াল নির্মাণ করেন। পৌর মেয়রকে বিষয়টি অবগত করেও কোন সমাধান দিতে পারেননি। পৌরসভা কর্তৃপক্ষ মোঃ সৈদ উল্লাহ গংদের বাড়ীর বাওয়ানডারী দেয়াল নির্মাণের আইনানুগ ব্যবস্থা গ্রহন না করে সরকারী রাস্তার ১৮ ফুটের মধ্যে প্রকৃত স্থানে ডেইন না করে বাওয়ানডারী দেয়াল ঘেষে রাস্তার মধ্যে পাকা ডেইন নির্মাণের কাজ করায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ।এলাকাবাসীর পক্ষে মোঃ আব্দুল আজিজ নিয়াজি, মোঃ মানিক বখশ, আব্দুর রহমান নিয়াজী (লইন্সা) জানান, এ বিষয়টি পৌর মেয়র কামাল আহমদ জুনেদ ও স্থানীয় কাউন্সিলর জহিরুল ইসলাম খান খসরুকে বার বার অবগত করেও কোন সঠিক সিদ্বান্ত না পাওয়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আবেদন করছি। এ ছাড়াও উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামকে অবগত করেছি । এ বিষয় স্থানীয় কাউন্সিলর জহিরুল ইসলাম খান খসরু সাথে জানতে চাইলে তিনি সন্তোষমুলক জবাব দিতে পারেননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সরেজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।

Post a Comment

Previous Post Next Post