কুলাউড়ায় এক গৃহবধুর বস্তাবন্দী লাশ উদ্ধারঃ শ্বশুর, শাশুড়ি ও ননদসহ ৩ জন আটক

কুলাউড়ায় এক গৃহবধুর বস্তাবন্দী লাশ উদ্ধারঃ
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার গাজীপুর বস্তী (গাংপার) এলাকায় ০৫ এপ্রিল রোববার ২টার দিকে আজিরুন বেগম(৩৮) নামে এক গৃহ বধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আজিরুন উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর বস্তী এলাকায় আনছার আলীর স্ত্রী । এ ঘটনায় এ ঘটনায় নিহত নারীর শ্বশুর, শাশুড়ি ও ননদসহ ৩ জনকে কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর বস্তী এলাকায় বাড়ীর পিছনে আজিরুন বেগম(৩৮) এর বস্তাবন্দী লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ।পরে খবর পেয়ে দুপুর ১২ টায় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজিরুন বেগম মেরে তার মৃতদেহ বস্তায় ভরে বাড়ীর পিছনে ফেলে রাখে হত্যাকারীরা । তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তার স্বামী আনছার আলীসহ বাড়ির লোকজন তাকে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখেন। আটক ব্যক্তিরা হলেন, আজিরুনের শ্বশুর উছমান আলী (৮৫),শাশুড়ি হাছনা বেগম (৫৫) ও ননদ রিমা বেগম (২৮)সহ ৩জন। তবে এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। তিনি আরো বলেন, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Post a Comment

Previous Post Next Post