সেল্তাকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সা

সেল্তাকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সা
সেল্তাকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সা
চোট থেকে ফেরা লিওনেল মেসি ঝলক দেখালেও গোল পাননি; নেইমার জালে বল ঢোকালেও গোল বাতিল হয় ‘বিতর্কিত’ অফসাইডে। তবে বার্সেলোনাকে শিরোপা লড়াইয়ে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দিয়েছেন জেরেমি ম্যাথিউ। ফরাসি এই ডিফেন্ডারের একমাত্র গোলে সেল্তা ভিগোকে তাদের মাঠে হারিয়েছে কাতালুনিয়া দলটি। রোববার প্রথম ম্যাচে গ্রানাদাকে হারিয়ে বার্সেলোনার এক পয়েন্টের ব্যবধানে এসে পড়েছিল রিয়াল মাদ্রিদ। কষ্টের এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে আবার চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল লুইস এনরিকের দল। সেল্তার মাঠে প্রথম দশ মিনিটে কোনো দলই সুযোগ তৈরি করতে পারেনি। বার্সেলোনার প্রথম ভালো সুযোগটি আসে ত্রয়োদশ মিনিটে। দানি আলভেসের কাছ থেকে বল পেয়ে আচমকা দৌড়ে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ডান পায়ের জোরালো শট মেরেছিলেন মেসি। গোলরক্ষক সের্হিও আরভারেস দারুণ দক্ষতায় বল ঠেকানোর পর তা যায় নেইমারের পায়ে। তবে নেইমারের শট আর লক্ষ্যে ছিল না। তিন মিনিট পর ডি-বক্সে বল পেয়েছিলেন লুইস সুয়ারেস। তবে শট নেওয়ার আগেই তা বিপদমুক্ত করে ডিফেন্ডাররা। ২৩তম মিনিটে অবশ্য বল পেয়েই শট নিয়েছিলেন সুয়ারেস, এবারও আলভারেসের দৃঢ়তায় গোল হয়নি। ২৯তম মিনিটে বার্সেলোনার পেনাল্টি বক্সে বল পেয়েছিলেন নলিতো। এগিয়ে এসে শুয়ে পড়ে ট্যাকল করে তা বিপদমুক্ত করেন গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো। নলিতো পড়ে গেলেও পেনাল্টি দেননি রেফারি। দ্রুতগতির নলিতো ম্যাচে বেশ কয়েকবারই বিপদে ফেলেছে বার্সেলোনাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক শটে বল জালে জড়িয়েছিলেন নেইমার। তবে অফসাইডের ‘বিতর্কিত’ সিদ্ধান্ত দিয়ে গোলটি বাতিল করেন রেফারি। ৫৪তম মিনিটে দারুণ দলীয় প্রচেষ্টায় গোলপোস্টের সামনে বল পেয়েছিলেন মেসি, তবে একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয় তার শট। অবশেষে ৭৪তম মিনিটে সাফল্যের মুখ দেখে অতিথিরা। চাভির ফ্রি-কিকে উড়ন্ত হেডে বল জালে জড়ান ম্যাথিউ। নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে সের্হিও বুসকেতসকে ঘাসের দলা ছুড়ে মেরে লাল কার্ড দেখেন সেল্তার ফাবিয়ান ওরিয়ানা। যোগ করা সময়ে নিশ্চিত একটি গোলের সুযোগ নষ্ট করেন মেসি। গোলরক্ষককে একা পেয়েও ক্রসবারের ওপর দিয়ে বল উঠিয়ে দেন চোটের কারণে আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলতে না পারা এই তারকা। এই জয়ে ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে সুবিধাজনক অবস্থায় আছে বার্সেলোনা। রোববার দিনের প্রথম ম্যাচে ৯-১ গোলে গ্রানাদাকে বিধ্বস্ত করা রিয়াল মাদ্রিদ ৪ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকোর পয়েন্ট ৬২।
সুত্রঃ বিডি নিউজ২৪

Post a Comment

Previous Post Next Post