![]() |
পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে টাইগারদের প্রস্তুতি ১০ এপ্রিল থেকে |
মোহাইমিন ইসলাম মাহিনঃ দুটি টেস্ট,তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান দল ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে। আর এ সিরিজকে সামনে রেখে ১০ এপ্রিল থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ১৩ এপ্রিল পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় আসছে। তার তিন দিন আগে থেকে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি। অবশ্য খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়ে যাবে তার আগেই। ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় বিশ্বকাপে খেলা কয়েকজনকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে বিসিবি। যাঁদের মধ্যে থাকতে পারেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। এ প্রসঙ্গে জালাল ইউনুসের মন্তব্য, পাকিস্তান সিরিজের কথা ভেবে অধিনায়ক মাশরাফিসহ কয়েকজনকে বিশ্রাম দেওয়া হতে পারে। এ ব্যাপারে আমরা চিন্তা-ভাবনা করছি। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম দুই ম্যাচ খেলার অনুমতি পাওয়া সাকিব আল হাসানও বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে খেলতে পারবেন না। এ বছর ব্যস্ততার সঙ্গেই কাটবে বাংলাদেশ দলের। জুনে ভারত, জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকা এবং সেপ্টেম্বরে-অক্টোবরে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসার কথা।