এবার নাচের স্টেপ শেখাবে গুগল গ্লাস

এবার নাচের স্টেপ শেখাবে গুগল গ্লাস
এবার নাচের স্টেপ শেখাবে গুগল গ্লাস
অনলাইন ডেস্কঃ আপনি নাচতে পারেন না! অথচ অফিসের পাটিতে মাঝে মাঝেই নাচতে হয়। আর নাচতে গিয়েই তখন পড়েন মহাবিপদে। আপনার ভুল নাচের স্টেপ হয় অন্যদের হাসির খোরাক। আপনার পরিস্থিতি যদি এরকম হয় তাহলে আপনাকে বলবো আপনি আর নাচের ব্যাপারে অন্যদের কাছে হাসির পাত্র হবেন না। সৌজন্য গুগল গ্লাস৷ এবার আপনার নাচের স্টেপ ভুল হলেই তা ধরিয়ে দেবে গুগল গ্লাসটি। এবার থেকে যারা এই হাই টেক ডিভাইস পড়বেন তাদের জন্য গুগল নিয়ে আসছে নতুন সিস্টেম। এই সিস্টেমে ডান্সিং মুভ সেখাবে গুগল গ্লাসটি৷গুগল গ্লাসের এমন কিছু সিস্টেম থাকবে যা একটি নির্দিষ্ট গানকে চিহ্নিত করে তার উপযোগী নাচের স্টেপ কী হতে পারে তা ব্যবহারকারীকে শিখিয়ে দেবে। গুগল গ্লাসের এইচএমডি-তে সেই নাচের স্টেপগুলি দেখতে পাবেন ব্যবহারকারী। ইচ্ছা হলে ওই একই গানে অনান্যদেরও ডান্স পারফরমেন্সের ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারী। ফলে কোনও নির্দিষ্ট গানে কোন ধরনের নাচ চলতে পারে, সেটাও চট করে বুঝে নিতে পারবেন ব্যবহারকারী।

Post a Comment

Previous Post Next Post