![]() |
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ |
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় জমির আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে সিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, সকালে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পিরেরবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি আহত হন। জমির আলী পিরেরবাজার এলাকার স্থায়ী বাসিন্দা। স্থানীয়রা জানায়, সকালে পিরেরবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জমির আলী। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে, তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।