 |
| বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪১৭ রান অস্ট্রেলিয়ার |
আমিন জাহানঃ বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ ৪১৭ রান করেছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিরি সহযোগী সদস্য আফাগানিস্তানের বিরুদ্ধে তারা এ রেকর্ড করার কৃতিত্ব অর্জন করেলো। এর আগে পার্থে আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে স্বাগতিকরা। ওয়ার্নারের ১৭৮, স্টিভ স্মিথের ৯৫ এবং ম্যাক্সওয়েলের ঝড়ো গতির ৮৮ রানে ভর করে ৬ উইকেটের বিনিময়ে তারা এ রানের পাহাড় গড়তে সক্ষম হয়েছে। এটি ছিল অজি ওপেনার ডেভিড ওয়ার্নারে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি। ফলে জয়ের জন্য আফগানিস্তানকে করতে হবে ৪১৮ রান। অবশ্য পার্থের ওয়াকায় বাউন্সি উইকেটে শুরুটা মোটেই ভালো করেনি অস্ট্রেলিয়া। আফগান পেসারদের তোপ সামলাতে তাদের কিছুটা বেগ পেতে হয়। সে সুযোগে ব্যাক্তিগত মাত্র ৪ রানে আফগানিস্তানের দৌলত জাদরানের বলে নওরোজ মঙ্গলের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন ওপেনার এরন ফিঞ্চ। এরপর ডেভিড ওয়ার্নারের সাথে জুটি বেধেছেন স্মিথ। স্মিথ দেখেশুনে খেললেও অন্যপ্রান্তে বেশ হাত খুলে ব্যাটিং করেন ডেভিড ওয়ার্নার। ১৩৩ বলে ১৯টি ৪ ও ৫টি ছক্কার মাধ্যমে ১৭৮ রান তুলেন তিনি।