জুড়ীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

 জুড়ীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
 জুড়ীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার জুড়ী বাসস্ট্যান্ডে দুর্বৃত্তদের লাগিয়ে দেওয়া আগুনে একটি যাত্রীবাহী বাস অধিকাংশই ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায় মৌলভীবাজারের বড়লেখা-জুড়ী রোডের যাত্রীবাহী (মৌলভীবাজার জ-০৪-০০৬৫) লিটন পরিবহন নামের একটি বাস বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তদের লাগিয়ে দেওয়া আগুনে অধিকাংশ পুড়ে যায়। খবর পেয়ে বড়লেখা ও কুলাউড়া ফায়ার সার্ভিসের অগ্নিনিবাপক দু’টি দল ও পুলিশ ঘটনা স্থলে ছুটে আসে এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করে এবং গাড়িটির পাশে থাকা আরও ১০-১২টি গাড়ি দ্রুত সরিয়ে নেওয়া হয়। গাড়িতে লোকজন না থাকায় এবং পাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো সরিয়ে নেওয়ায় বড় ধরনের কোনো হতা হতের ঘটনা ঘটেনি। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ফায়ার সার্ভিস ও স্থানীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রন করায় বাসটি পুরো ভস্মিভূত হওয়া থেকে রক্ষা পায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক কিংবা কোনো মামলা করেনি পুলিশ।

Post a Comment

Previous Post Next Post