১৬তম বারের মত বিশ্বের শীর্ষ ধনী হলেন বিল গেটস

বিল গেটস
বিল গেটস
চৌধুরী রোম্মানঃ এবছর বিলিওনেয়ার ক্লাবে যোগ দিয়েছেন রেকর্ড সংখ্যক ব্যক্তি২০১৪ সালে যেখানে এ সংখ্যা ছিল ১৬৪৫ জন, এবছর তা ঠেকেছে ১৮২৬-একিন্তু সবাইকে টপকে এবারও বিশ্বের শীর্ষ ধনীদের সবচেয়ে ওপরের জায়গাটি ধরে রেখেছেন মাইক্রোসফট-এর যুগ্ম প্রতিষ্ঠাতা বিল গেটসএবছর এমনকি তার সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৯.২ বিলিয়ন মার্কিন ডলারে, গতবছরের তুলনায় যা ৩.২ বিলিয়ন ডলার বেশিএ নিয়ে পরপর দ্বিতীয়বারের মতো এ আসনে বিল গেটসআর গত ২১ বছরে তিনি ১৬ বার শীর্ষ ধনী হয়েছেনএর পরের স্থানগুলোতে আছেন যথাক্রমে টেলিকম মুঘল কার্লোস স্লিম হেলু, ২০১৩-তে ইনিই ছিলেন শীর্ষ ধনী, এবং বিনিয়োগকারী ওয়ারেন বাফেট, গত বছরের থেকে উঠেছেন এক ধাপ ওপরেএঁদের সম্পদের পরিমাণ যথাক্রমে ৭৭.১ বিলিয়ন এবং ৭২.২ বিলিয়ন ডলারফেইসবুকের মার্ক জুকারবার্গ ১৬তম জায়গাটি নিয়ে এবারই প্রথম শীর্ষ ২০ ধনীর মধ্যে জায়গা করে নিয়েছেনপ্রভাবশালী ফোর্বস ম্যাগাজিন তৈরি করেছে এ তালিকা

Post a Comment

Previous Post Next Post