দক্ষিণ আফ্রিকা জিতলো ২০১ রানে

দক্ষিণ আফ্রিকা জিতলো ২০১ রানে
আমিন জাহানঃ আয়ারল্যান্ডকে ২০১ রানে হারালো দুর্দান্ত দক্ষিণ আফ্রিকা। ক্যানবেরায় টস জিতে শুরুতে ব্যাট করতে গিয়ে আয়ারল্যান্ডের বোলারদের ওপর তান্ডব চালায় প্রোটিয়া ব্যাটসম্যানরা। হাশিম আমলা ও ফ্যাফ ডু প্লেসিসের সেঞ্চুরিতে তারা সংগ্রহ করে ৪ উইকেটে ৪১১ রান। জবাবে ৪৫ ওভারে ২১০ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। অ্যান্ডি বালবিরনি সর্বোচ্চ ৫৮ ও কেভিন ও’ব্রেইন করেন ৪৮ রান। এর আগে আমলা ১২৮ বলে ১৫৯ ও ডু প্লেসিস ১০৯ বলে ১০৯ রান করেন। আর শেষের দিকে ডেভিড মিলার ২৩ বলে ৪৬ ও রিলে রুসো ৩০ বলে করেন ৬১ রান।

Post a Comment

Previous Post Next Post