আমিন জাহানঃ আয়ারল্যান্ডকে ২০১ রানে হারালো দুর্দান্ত দক্ষিণ আফ্রিকা। ক্যানবেরায় টস জিতে শুরুতে ব্যাট করতে গিয়ে আয়ারল্যান্ডের বোলারদের ওপর তান্ডব চালায় প্রোটিয়া ব্যাটসম্যানরা। হাশিম আমলা ও ফ্যাফ ডু প্লেসিসের সেঞ্চুরিতে তারা সংগ্রহ করে ৪ উইকেটে ৪১১ রান। জবাবে ৪৫ ওভারে ২১০ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। অ্যান্ডি বালবিরনি সর্বোচ্চ ৫৮ ও কেভিন ও’ব্রেইন করেন ৪৮ রান। এর আগে আমলা ১২৮ বলে ১৫৯ ও ডু প্লেসিস ১০৯ বলে ১০৯ রান করেন। আর শেষের দিকে ডেভিড মিলার ২৩ বলে ৪৬ ও রিলে রুসো ৩০ বলে করেন ৬১ রান।
ট্যাগ »
খেলা
