নিউজ ডেস্কঃ কুলাউড়া ইউনিয়নের বাগাজুড়া গ্রামের সিএনজি চালক সুয়েজ মিয়ার সদ্য প্রসুত বিকলাঙ্গ শিশু কন্যার চিকিৎসার জন্য আমার কুলাউড়া অনলাইন পাঠক সংঘের পরিচালক রাজাপুর গ্রামের বাসিন্দা সৌদিআরব প্রবাসী জুবেদ আহমদের পক্ষ থেকে শিশুটির পরিবারের কাছে ২ মার্চ সোমবার বিকেলে ১০ হাজার টাকা তুলে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, আমার কুলাউড়ার প্রধান সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল সিটির প্রেসিডেন্ট সুফিয়ান আহমদ, মানব ঠিকানার স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিল, আমার কুলাউড়ার সহ-সম্পাদক ও সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, প্রবাসী জুবেদ আহমদ, সংগঠক মোশারফ সুমন ও সুমন আহমদ। উল্লেখ্য, কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের হাসনপুর গ্রামের সিএনজি চালক সুয়েজ মিয়ার একটি মেয়ে ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় কুলাউড়া পলি ক্লিনিকে জন্ম নেয়। শিশুটির একটি নাক নেই, ঠোটের উপরাংশ নেই। মুখ দিয়ে কোন খাবার খেতে পারছেনা। ডাক্তার বলেছেন সিলেট নিয়ে অপারেশন করতে হবে। তার চিকিৎসার জন্য ৭০ থেকে ৮০ হাজার টাকা প্রয়োজন। শিশুটির পরিবারের পক্ষে এই টাকা যোগাড় করা সম্ভব নয়। শিশুটির পরিবার সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
ট্যাগ »
কুলাউড়া
