চ্যানেল আইয়ের উদ্যোগে ৮ মার্চ বার্মিংহামে ক্বেরাত প্রতিযোগিতা

চ্যানেল আইয়ের উদ্যোগে ৮ মার্চ বার্মিংহামে ক্বেরাত প্রতিযোগিতা
চ্যানেল আইয়ের উদ্যোগে  বার্মিংহামে ক্বেরাত প্রতিযোগিতা
নিউজ ডেস্কঃ প্রবাসে বেড়ে উঠা বাঙালী নতুন প্রজন্মের কাছে ইসলাম বিকাশ ও ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ করতে বৃটেন তথা ইউরোপের জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল, চ্যানেল আই ইউরোপ প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে ক্বিরাত প্রতিযোগিতা-২০১৫। আর চ্যানেল আই ইউরোপের প্রথম এই আয়োজন অনুষ্ঠিত হবে ৮ মার্চ রোববার বার্মিংহামের বিয়া লাউঞ্জে। এই প্রতিযোগিতাকে নিয়ে মিডল্যান্ডসের বাঙালীদের দ্বারা পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ আলেম-উলামাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ইসলামের প্রতি আগ্রহী করে তুলতে মিডল্যান্ডসে এধরনের আয়োজনকে স্বাগত জানিয়েছেন সকলেই। কমিউনিটির পক্ষ থেকেও সর্ব্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে আয়োজকদের। মিডল্যান্ডসের অধিবাসী ৮ থেকে ১৬ বছর বয়সী যে কোনো শিশু কিশোর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ,মাদ্রাসা কিংবা ব্যক্তিগতভাবেও এই ক্বেরাত প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এর মধ্যে ৮ বছর থেকে ১১ বছরের শিশু কিশোররা ‘ক‘ গ্রুপে আর ১২ থেকে ১৬ বছরের শিশু কিশোররা ‘খ‘ গ্রুপে অংশ নেবে এবং এর মধ্য থেকে বিজ্ঞ বিচারকদের রায়ে প্রতি গ্রুপ থেকে ৫ জন করে দু‘গ্রুপে মোট ১০ জনকে বিজয়ী করে দেওয়া হবে আকর্ষনীয় পুরস্কার ও চ্যানেল আই ইউরোপের বিশেষ সম্মাননা সনদ। আয়োজকরা জানান,প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য কোন ফি দিতে হবে না ; তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইচ্ছুক শিশু-কিশোরদের আগামী ৫ মার্চ বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে নাম তালিকাভূক্তি এবং প্রতিযোগিতার দিন ৮ মার্চ সকাল ১০ টা ৩০ মিনিটের মধ্যে প্রতিযোগিদের প্রতিযোগিতাস্থল বার্মিংহামের স্মলহীথের বিয়া লাউঞ্জে উপস্থিত থাকতে হবে। প্রতিযোগিতা সকাল ১১টা থেকে শুরু হবে এবং বিকাল ৫টার মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এতে বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়ছল চৌধুরী শোয়েব উপস্থিত থাকবেন। পুরো অনুষ্টানকে প্রানবন্ত করতে চ্যানেল আইয়ের জনপ্রিয় উপস্থাপক মুজাহিদুল ইসলাম বুলবুল ও মৌলানা আব্দুল ওয়াদুদ ইসলামী নাশিদ পরিবেশন করবেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন (০৭৯৬৬২৩৬১০২), বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী (০৭৯৪৩৫৮৮৮৩৫) এবং কভেন্ট্রি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান (০৭৯৬১৮৬২৩১১) এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। তাছাড়া আয়োজকদের পক্ষ থেকে বার্মিংহামে অনুষ্ঠিতব্য চ্যানেল আই ইউরোপের ক্বিরাত প্রতিযোগিতা-২০১৫ কে সফল করার জন্য কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। উল্লেখ্য ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু কিশোরা ছাড়াও উপস্থিত অভিভাবক ও কমিউনিটির সকল নেতৃবৃন্দের জন্য বিশেষ খাবারেরও ব্যবস্থা রাখা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post