কুলাউড়ার ছিনতাই হওয়া গাড়ি রাজনগরে উদ্ধার

কুলাউড়ার ছিনতাই হওয়া গাড়ি রাজনগরে উদ্ধার - Kulaura
কুলাউড়ার ছিনতাই হওয়া গাড়ি রাজনগরে উদ্ধার
নিউজ ডেস্কঃ গত সোমবার রাতে ব্রাহ্মণবাজার খ্রীস্টান মিশনের সম্মুখ থেকে গ্ল্যাসকো কোম্পানীর ছিনতাই হওয়া গাড়ি এক ঘন্টা পর রাজনগরের মাথিউড়া চা বাগানের নিকট থেকে উদ্ধার করা হয়। ছিনতাইকারীরা দুই ডেলিভারিম্যানকে আহতাবস্থায় রাস্তায় ফেলে নগদ প্রায় ৩ লাখ টাকা ও চালকসহ গাড়ি নিয়ে যায় বলে ঔষধ কোম্পানীর লোকজন জানায়। জানা যায়, কুলাউড়া ও আশপাশ এলাকায় ঔষধ বিপনন করে ২ মার্চ সোমবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট অভিমুখে সিলেট ম-৫১ ০০ ২৩ নং-মাইক্রো (হাইয়েস) গাড়ি নিয়ে রওয়ানা দেয় চালকসহ ৩ জন। ব্রাহ্মণবাজারের খ্রীস্টান মিশনের সামনে গেলে আগে থেকে সেখানে দাড়িয়ে থাকা আরেকটি গাড়ি পথ রোধ করে ৭/৮ জনের ছিনতাইকারী দল ধারালো অস্ত্র দিয়ে তারেক ও শফিকুর রহমানকে আহত করে চালকসহ ঔষধ কোম্পানীর গাড়ি নিয়ে যায়। ওই রাত ১২টার দিকে আহতাস্থায় চালক আব্দুল গণি ও ছিনতাই হওয়া মাইক্রো মাথিউড়াা চা বাগানের পাশ থেকে উদ্ধার করেছে রাজনগর থানার পুলিশ। বিপনন ম্যানেজার কয়েছ আহমদ ৩ লাখ টাকা ছিনতাই হওয়ার কথা স্বীকার করেছেন। রাজনগর থানার (এস আই) হিল্লোল রায় গাড়ি ও আহত চালককে উদ্ধারে কথা সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post