উড়ন্ত ভারত বনাম বিধ্বংসী গেইল

উড়ন্ত ভারত বনাম বিধ্বংসী গেইল
উড়ন্ত ভারত বনাম বিধ্বংসী গেইল
মোহাইমিন ইসলাম মাহিনঃ শুক্রবার ধোনিবাহিনী খেলবে ‘ক্যারিবিয়ান ঝড়’ খ্যাত ক্রিস গেইলের দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে দুই দলের লড়াই। অনফিল্ডে ফর্মে থাকলেও মাঠের বাইরে সমস্যায় জড়িয়েছেন সহ-অধিনায়ক বিরাট কোহলি। ভারতের এক সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করেছেন তিনি। এ জন্য ক্ষমাও চেয়েছেন। তবে নিন্দুকদের কথায় কান না দিয়ে ব্যাট হাতে জবাব দিতে বেশ পটু এই ক্রিকেটার। আগেও এমন ঘটনা অনায়াসেই সামলেছেন কোহলি। এবারও তার ব্যত্যয় হবে না! কোহলির সমস্যা ছাড়া অন্য কোনো ঝামেলা নেই ভারতীয় শিবিরে। ছন্দে রয়েছেন শেখর, সুরেশ রায়না ও রোহিম শর্মা। ভারতের ব্যাটিং যতটা ছন্দে বোলিং ততটা নয়! কিন্তু প্রতিযোগিতায় ভালোই পারফর্ম করছেন অশ্বিন-সামি-ভুবনেশ্বররা। তাই ব্যাটে-বলে দারুণ ছন্দে থাকা ভারতকে নিয়ে নির্ভার অধিনায়ক ধোনি। এরই মধ্যে ধোনির দল জয় পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। অসাধারণ খেললেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যথেষ্ট হিসেবে কষেই মাঠে নামতে হবে ভারতকে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও মারকুটে ক্রিকেটার ক্রিস গেইল রয়েছেন ক্যারিবীয় শিবিরে। চলতি বিশ্বকাপে প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন গেইল। শুধু গেইল, নিয়মিত রান পাচ্ছেন সতীর্থ ডোয়াইন স্মিথ, মারলন স্যামুয়েলসরা। তাই জয় পেতে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে ধোনিদের। অবশ্য বিশ্বকাপ আসরে ১৯৯২ সালের পর ভারতের বিপক্ষে কোনো ম্যাচে জয় পাইনি ওয়েস্ট ইন্ডিজ।

ভারত দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহিল, আজিঙ্ক্য রাহানে, সুরেশ রায়না, রচিন্দ্রন অশ্বিন, রবিন্দ্রা জাদেজা, উমেশ যাদব, মোহিত শর্মা, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, স্টুয়ার্ট বিনি, আম্বাতি রাইডু ও অক্ষর প্যাটেল।

ওয়েস্ট ইন্ডিজ দল : জেসন হোল্ডার (অধিনায়ক), ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, জোনাথন কার্টার, জনসন কার্লেস, ড্যারেন স্যামি, দিনেশ রামদিন, অ্যান্ড্রে রাসেল, নিকিতা মিলার, সুলেইমান বেন, লেন্ডন সিমন্স, শেল্ডন কোট্রেল, কেমার রোচ ও জেরোমে টেলর।

Post a Comment

Previous Post Next Post