![]() |
আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন ক্রিকেট বিশ্বকাপ-২০১৫ |
নিউজ ডেস্কঃ কাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে বিশ্বকাপ ক্রিকেট। মাঠের লড়াই শনিবার শুরু হওয়ার কথা থাকলেও দুদিন আগে একযোগে মেলবোর্ন ও ক্রাইস্টচার্চে হবে উদ্বোধনী অনুষ্ঠান। দুপুর আড়াইটায় আর ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় দুপুর সাড়ে এগারটায় শুরু হবে অনুষ্ঠান। যেখানে নাচে-গানে বিশ্বকে তাক লাগিয়ে দেয়ার চেষ্টা আয়োজকদের। নিউজিল্যান্ডের অনুষ্ঠান হবে ক্রাইস্টচার্চের নর্থ হ্যাগলি পার্কে। আর মেলবোর্নের অনুষ্ঠান হবে সিডনি মায়ার মিউসিক বোলে। নিউজিল্যান্ডের অনুষ্ঠান দর্শকদের জন্য উন্মুক্ত হলেও মেলবোর্নে টিকিট কেটে যেতে হবে অনুষ্ঠানে। নিউজিল্যান্ডের সাবেক দু অধিনায়ক রিচার্ড হ্যাডলি, স্টিফেন ফ্লেমিং ও বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম উপস্থিত থাকবেন নিজ দেশের অনুষ্ঠানে। তবে মেলবোর্নে কি হবে তা চমক হিসেবেই রাখতে চায় অস্ট্রেলিয়া ।
![]() |
ক্রিকেট বিশ্বকাপ-২০১৫ সালের ফিক্সচার |
ট্যাগ »
খেলা