কমিউনিটি ক্লিনিক নিয়ে টেলিফিল্ম "কুসুমপুরের দুনিয়া" অভিনয় করেছেন চিত্র নায়ক রিয়াজ

"কুসুমপুরের দুনিয়া" অভিনয় করেছেন চিত্র নায়ক রিয়াজ
"কুসুমপুরের দুনিয়া" টেলিফিল্মে অভিনয় করেছেন চিত্র নায়ক রিয়াজ
নিউজ ডেস্কঃ কমিউনিটি ক্লিনিক নিয়ে টেলিফিল্ম ‘  কুসুমপুরের দুনিয়া অভিনয় করেছেন চিত্র নায়ক রিয়াজ। টেলিফিল্ম ‘ টি মার্চ মাসে প্রচার করার সম্ভাবনা রয়েছে। অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘কুসুমপুর বলতে বাংলাদেশকে বোঝানো হয়েছে। আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো এ দেশের সাধারণ মানুষের সম্পদ। এমন একটি কাহিনী টিভির পর্দায় প্রকাশ হবে। তাই অভিনয় না করে পারলাম না। আমি স্বাস্থ্যবিষয়ক কাজে অভিনয় করে মজা পাই। আশা করি দর্শকরাও টেলিফিল্ম ‘ টি উপভোগ করবেন।

Post a Comment

Previous Post Next Post